রিপন ওঝা,মহালছড়ি
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল স্লোগানে মহালছড়িতে সদর ইউনিয়নে বিসমিল্লাহ ব্রীকফিল্ড মাঠে বিজয় দিবস নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ১১ডিসেম্বর রাত ০৭.৩০ঘটিকায় স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ এর সৌজন্যে আয়োজিত বিজয় দিবস/২৪ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে সিজন-১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় জাগরণ ক্লাব নতুন পাড়া বনাম ইউনিভার্সেল একাদশ মহালছড়ি বাজার মুখোমুখি হয়। জাগরণ ক্লাব নতুন পাড়া একাদশ ইউনিভার্সেল একাদশ মহালছড়ি বাজারকে ১-০গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদ্য যোগদানকৃত মোঃ নাসির উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহালছড়ি থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশুমান দেবনাথ, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুইহ্লাঅং রাখাইন পিপলু, কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি রনজিৎ দাশ, ওয়ালটন শো রুমের কর্ণধার মোঃ ওবায়দুল হক, ম্যাচ রেফারি রিজিয়নের সেরা খেলোয়াড় মোঃ আশরাফুল ইসলাম মিঠুন।
স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ এর সৌজন্যে আয়োজিত বিজয় দিবস/২৪ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে সিজন-১ এ ২০টির মতো ফুটবল দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলা হতে ফাইনাল পর্যন্ত অনেক অনেক দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করতো। সেই বিবেচনায় আজ ফাইনালে উপস্থিত দর্শকের মাঝে সেরা পুরস্কার ৪জনকে দেয়া হয়।
এই টুর্ণামেন্টকে কেন্দ্র করে ব্রীকফিল্ড মাঠের চারপাশে লোকারণ্য পরিপূর্ণ, মারমা জনগোষ্ঠীর তৈরি পিঠার দোকান, হাতের তৈরি নাস্তার ফেরিওয়ালা, বুট বাদামের দোকান বসতে দেখা যায়।
এ সময়ে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজের কর্ণধার ও মহান বিজয় দিবস/২৪ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে সিজন-১উদ্যোক্তা মোঃ খালেদ মাসুদ সাগর সভাপতিত্ব করেন।

Leave a Reply