ষ্টাফ রিপোর্টারঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে
ভোটের মাঠে প্রার্থীদের পদচারণা ততই বাড়ছে। এ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন মাদানী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মজিদ,স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন পৌরসভা থেকে ৩বারের নির্বাচিত সদ্য সাবেক মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ, জাসদসহ বিভিন্ন দলের প্রার্থীরা। এসব প্রার্থীরা মাঠ গরম করতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পথসভা ও মতবিনিময় করছেন। গণসংযোগ ও পথসভায় পিছিয়ে নেই এ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে জোটের বাইরে দলটি এককভাবে অংশ নেওয়ায় ত্রিশাল আসনে মনোনয়ন পেয়ে গণসংযোগ করছেন আব্দুল মজিদ।
তার ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময়ের অংশ হিসেবে ১০ ডিসেম্বর রবিবার রাতে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালির বাজারে ব্যবসায়ীদের সাথে গণসংযোগ শেষে ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে
উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাঁঠাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, উপজেলা জাতীয় পার্টির নেতা এডভোকেট আব্দুল বারেক, গোলাম সারোয়ার তপন , শরিফ , মুহিদুল ইসলাম মুহিত,হারুন অর রশিদ, যুবনেতা উজ্জ্বল, ছাত্রনেতা রায়হান, তারিক, কৃষক পার্টির নেতা আবুল কালাম, শ্রমিক পার্টির নেতা দুলাল প্রমুখ।
এসনয় আব্দুল মজিদ বলেন, ‘জাতীয় পার্টির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে দলের চেয়ারম্যান জি এম কাদের মুল্যায়ন করে লাঙ্গল প্রতীক দিয়েছেন। একসময় জাতীয় পার্টির চরম দুর্দিন গেছে। সেই দুঃসময়ে দলের পদধারী নেতাদের খুঁজে পাওয়া যায়নি। চরম প্রতিকুলতার মধ্য দিয়েও নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য দিনরাত কাজ করেছি। দল এখন অনেক সুসংগঠিত। এবারের নির্বাচনে দল এককভাবে অংশ নিয়েছে।আমাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। সেক্ষেত্রে এ আসন আমি দলকে উপহার দিতে সবার সহযোগীতা চাই।
আব্দুল মজিদ আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্রিশালের আনাচে-কানাচে ঘুরে মানুষের দুঃখ-দুর্দশার চিত্র দেখেছি। আধুনিক ত্রিশাল হবে ভবিষৎ প্রজন্মের অহংকার। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শিক্ষিত সমাজ গড়াই আমার জীবনের একমাত্র লক্ষ্য।

Leave a Reply