নুরুল ইসলাম (টুকু), সদর উপজেলা প্রতিনিধি, খাগড়াছড়ি।
খাগড়াছড়ি সদর উপজেলার ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন এর বলং হামারী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের বিরুদ্ধে ফেইক আইডি ব্যবহার করে বিভিন্ন বিষয় এ সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে বলে বিদ্যালয়ের উদ্যোগক্তা কমিটির সভাপতি পরিমল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক সুবল ত্রিপুরা স্বাক্ষরিত লিখিত এক বিবৃতি প্রকাশ করা হয়।
রবিবার (১০ ডিসেম্বর ২০২৩ ইং) প্রকাশিত বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিবৃতি হুবুহু তুলে ধরা হলো।
এতদ্বারা বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়” এর শিক্ষক, অভিভাবক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী সহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ফেক আইডি (সাগরিকা ত্রিপুরা শ্রুতি নামে ভুয়া একাউন্ট) ব্যবহার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে সকলকে বিভ্রান্ত করে যাচ্ছে। যা অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য কাজ। এ বিষয়ে পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই উক্ত ফেক আইডির পরিচয় জানতে পারব। কমিটি ঘোষণা করেছে যে, উক্ত ফেক আইডি থেকে যে সব বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ অসত্য। কমিটি এটিও নিশ্চিত করেছে যে, বিদ্যালয়ের যে কোন বিষয়ে যে কোন শুভাকাঙ্ক্ষী সরাসরি পরামর্শ বা অভিযোগ জানালে আমরা পরিচালনা কমিটির মাধ্যমে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা কামনা করি।

Leave a Reply