এইচ এম রফিকুল ইসলাম,
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চালিতা বুনিয়া ইউনিয়ন পরিষদের অফিস থেকে শতাধিক চেয়ার নিয়ে নৌকার বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর অফিস সাজানো হয়েছে । এবং এ চেয়ারে বসে নির্বাচনী প্রচারনা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সনিবার সকালে স্হানীয় কয়েকজন আওয়ামী লীগ কার্মিকে হাতে করে চেয়ার নিয়ে চালিতা বুনিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুর রহমান তালুকদারের নির্বাচনি অফিস সাজাতে দেখা যায়। তাদের বাধা দিলে তারা বলেন চেয়ারম্যানের নির্দেশে আমরা চেয়ার নিচ্ছি। এতে ক্ষোভ প্রকাশ করেন চালিতাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মিরা । আওয়ামী লীগ নেতা কর্মিরা বলেন যেখানে নৌকার প্রার্থী একজন জনপ্রিয় মানুষ । সেখানে সুবিধাবাদী লোকেরা এসকল কাজ করে নৌকার সমার্থকদের বিভ্রান্ত করছে।
চালিতা বুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মাস্টার বলেন, ইউনিয়ন পরিষদ একটি সরকারি অফিস । এ অফিস থেকে চেয়ার নিয়ে নির্বাচনী প্রচারনা চালানো এটা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন । অন্য দিকে নৌকার বিদ্রোহী প্রার্থীকে সহযোগিতা করা এটা কোনদিনও কোন আওয়ামী লীগ কর্মী করতে পারেনা। যারা করেছে তারা নৌকার সাথে অন্যায় করেছে ।
চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান বলেন , যে চেয়ার নামানো হয়েছে এগুলো ডেকোরেটরের চেয়ার।আমি নৌকা থেকে ইউনিয়ন চেয়ারম্যান ।আবার বাবা নৌকার চেয়ারম্যান ছিলো । আমরা কখনো নৌকার বিপক্ষে যেতে পারিনা।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ার নিয়ে নির্বাচনী প্রচারনা চালানো বা প্রগ্রাম করা ঠিক নয়।

Leave a Reply