রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামুমিয়া মাদ্রাসার ভর্তি কার্যক্রমের শুভ উদ্বোধন ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার ৬নং কাবিলপুর ইউপির ঐতিহ্যবাহী মইজদীপুর কামুমিয়ার বাড়ী সংলগ্ন নবনির্মিত মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সিনিয়র সহসভাপতি খন্দকার নাজমুল হকের সঞ্চালনায় ও
মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মরহুম কামুমিয়ার সুযোগ্য উত্তরসূরী, রেইনবো যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন সুমনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক, রাজধানীর জুরাইন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মারুফ বিল্লাহ জুবায়ের।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারসহ অনেকেই।এসময় বক্তারা কামুমিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ও পাঠদানসহ বিভিন্ন ভালো দিকগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম- ওলামা,স্থানীয় জনপ্রতিনিধি,অভিভাবকবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৩ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
মইজদীপুর দারুল উলুম কামুমিয়া মাদ্রাসার ভর্তি কার্যক্রমের শুভ উদ্বোধন

Leave a Reply