May 9, 2025, 3:00 am
মোংলা প্রতিনিধি।
সামনে জাতীয় সংসদ নির্বাচন। সরকারের গত ১৫ বছরের সকল উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাই নেতা-কর্মীদের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হোন। এ জনপদের সাধারণ খেটেখাওয়া মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ভালোবাসেন। তবে শুধু ভালোবাসলেই হবে না। সামনে দ্বাদশ সংসদ নির্বাচন। আমাদের এখন সব ধরনের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যেতে হবে। গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার আহ্বান বাস্তবায়নে রাজপথে থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাহলেই দেশের উন্নয়নধারা অব্যাহত থাকবে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলা উপজেলা আ’লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় পৌর আ’লীগ কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য খুলনা সিটি মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন। দেশের উন্নয়নে শেখ হাসিনা যা কিছু করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারেনি। নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে ভোটারদের ভোটকেন্দ্র উপস্থিত করতে হবে। এখন সবাই অতীত ভুলে একতাবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে এই আসনে হাবিবুন নাহারকে বিজয়ী করতে হবে বলে আহ্বান জানান জেলার নেতৃবৃন্দ। বিশেষ বর্ধিত সভায় বক্তারা আরো বলেন, রামপালে তাপবিদ্যুৎ প্রকল্প আজ বাস্তবায়ন। এছাড়া খানজাহান আলী বিমানবন্দরের কাজ চলমান রয়েছে। মোংলা বন্দর আজ অর্থনৈতিক জোন হিসাবে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। ইপিজেড কারখানা, সিমেন্ট ফ্যাক্টরিসহ অসংখ্য স্থাপনা দৃশ্যমান। মোংলার সাথে রেললাইন সংযোগের ফলে মানুষের জীবনমান উন্নয়ন সহজ হয়েছে। বারবার এই আসন থেকে আওয়ামী লীগকে নির্বাচিত করায় রামপাল মোংলার জনগণের কাছে চিরঋণী স্বীকার করে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া মুষ্টিমেয় কয়েক নেতাকে হুশিয়ার করে আওয়ামী লীগের পক্ষে কাজ করার আহবান করেন।
এসময় জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।