আজ ত্রিশাল মুক্ত দিবস

আজ ৯ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ময়মনসিংহের এই উপজেলা। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি নেয়া হয়েছে।

মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর রাতে মেজর আফসার বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার আনছার উদ্দিন ও আব্দুল বারীর নেতৃত্বে পৌর শহরের নওধার হয়ে সুতিয়া নদীর পাড়ে অবস্থিত ত্রিশাল থানায় মুক্তিযোদ্ধারা আক্রমণ করেন। ভোর পর্যন্ত গুলিবিনিময় শেষে রাজাকাররা আত্মসমর্পণ করে। এ সময় কয়েকজন রাজাকার পালিয়েও যায়। সকালে মুক্তিযুদ্ধের সংগঠক ও তত্কালীন ত্রিশাল থানা আওয়ামী লীগ সভাপতি জৈমত আলী স্থানীয় নজরুল একাডেমি মাঠে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তবে স্বাধীনতাপ্রাপ্তির আনন্দ উদযাপনের উল্লাসের সময় নিজের বুলেটে বিদ্ধ হয়ে ফুলবাড়িয়া উপজেলার গিয়াস উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা শহীদ হন। সেই থেকে এ দিনটি ত্রিশাল মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *