May 9, 2025, 3:46 am
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //
পুলিশের কাজে বাঁধা দান ও হত্যার উদ্দ্যেশ্যে হামলা সংক্রান্ত নাশকতা মামলায় আরিফুল ইসলাম ফকির গ্রেফতার করেছ র্যাব। গতকাল ৭ই ডিসেম্বর র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী থানাধীন বারিধারা এলাকায় অভিযান করে মোঃ আরিফুল ইসলাম ফকির কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব ১০ এর দেয়া তথ্য দেয়া তথ্য বিবরণ
থেকে জানা যায়, ঢাকা মহানগর পূর্ব জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম(২৫)কে গ্রেফতার করে। সে পিরোজপু জেলার নেছারাবাদ উপজেলার পাটিকেলবাড়ি মোঃ ইদ্রিস আলি ফকির এর ছেলে। ঢাকার বনানী থানায় মামলা নং-০১, তারিখ-
১/১১/২০২৩ইং ধারা-১৪৩/১৪৭/
১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/৫০৬ বিস্ফোরক উৎপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪/৬ ধারায় মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী আরিফুল ইসলাম কে গ্রেফতার করেছে র্যাব।
আরো জানা যায় আরিফুল ইসলাম, গুয়ারেখা ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান গাজি তার আশ্রয় প্রশ্রয় দাতা বলে জানা যায়। দীর্ঘদিন প্রতারণার মাধ্যমে মানুষের কাছে থেকে টাকা নিয়ে এতো দিন পালিয়ে বেড়াচ্ছিলেন।যেমন চাকুরি দেয়া, জমি ও মামলা সংক্রান্ত সমস্যা সবই সমাধান করতে তার সময় লাগে মাত্র দুই ঘণ্টা। এলাকাভিত্তিক ঝামেলা মেটানো বা চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ আছে। উত্তরায় দাপিয়ে বেড়ানো আরিফুল ইসলাম বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরী করতেন। কিন্তু মালিকের অবর্তমানে নিজেই বুনে যান কোম্পানির মালিক। এই পরিচয়ে শত শত মানুষকে করেছেন সর্বোশান্ত।
নেছারাবাদ থানায় ওসি তদন্ত জানান, শাহিন আলম জানান,তার মামে নেছারাবাদ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।