পানছড়িতে ৬৪০ পিচ ই*য়াবা উদ্ধারসহ ১ জন মাদক ব্যাবসায়ী গ্রে*ফতার

মোঃ শহীদ উল্যাহ

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ।

খাগড়াছড়ি জেলার পানছড়িতে থানা পুলিশের বিশেষ অভিযানে সৈকত পাটোয়ারী (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬৪০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর রাত ৪টা ৫৫ এর দিকে জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ দিক-নির্দেশনায় পানছড়ি থানার এসআই (নিঃ) মুহাম্মদ ইয়াছিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী সৈকত পাটোয়ারী (২৬), পিতা-মৃত রফিক উল্ল্যা পাটোয়ারী, মাতা- আনোয়ারা বেগম, সাং- তালুকদার পাড়া (পানছড়ি বাজার), ০৩নং পানছড়ি ইউপি, থানা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি , এর নিজ বসত থেকে ৬৪০(ছয়শত চল্লিশ) পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক থানায় মামলা রুজু হয়েছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সূত্রে জানা যায়,জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে মাদক ও চোরাকারবারি অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ নেতৃত্বে জেলায় বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *