পানছড়ি সংবাদদাতা, খাগড়াছড়ি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন ত্রি-মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ ডিসেম্বর) সকাল ১০.৩০ টার সময় পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী কার্যালয়ে এই ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহার সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা সংগঠন এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, হারুনর রশীদ,যুগ্ন সম্পাদক নজর ত্রিপুরা,কার্যনির্বাহী সদস্য মানিক সাঁওতাল, উপদেষ্টা মন্ডলির সদস্য নিমাই দেবনাথ,চন্দন দেবনাথ,সদস্য আছিয়া বেগমসহ প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ উদ্দিন হেলালসহ সদস্যবৃন্দ।
ত্রি-মাসিক সভায় জুন ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৩ এর ৭ তারিখ পর্যন্ত সকল অনুষ্ঠানের এবং মাসিক উত্তোলিত প্রাপ্তি ও খরচ এর হিসাবসমূহ তুলে ধরা হয়।এবং পরবর্তীতে সকল সদস্যদের মাসিক টাকা স্ব উদ্যোগে নিয়মিত পরিষদের জন্য বলা হয়।এবং আগামী ২৫ ডিসেম্বর দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনা সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সংগঠন এর উত্তরোত্তর সাফল্য কমনা করেন। সদস্যবৃন্দ।
সৈয়দ ফাহিম রানা পানছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি

Leave a Reply