হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৯ হাজার ৫০০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব-৪ এর চৌকস দল। গ্রেফতারকৃত হলেন, মোঃ বকুল (২৩)। এসময় মাদক ব্যসায়ীর একটি মোটরসাইকেল আটক করা হয়।
বুধবার (৬ ডিসেম্বর ২০২৩ইং) দুপুর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেপ্টেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান সাহেব। এর আগে (৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ বকুল বগুড়ার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার রাতে আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একজনকে আটক করে তার কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতারকৃত আসামি জানায় যে, সে বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্ত ও সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাইসহ বিভিন্ন এলাকায় ডিলার ও খচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রি করে আসছিলো।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেপ্টেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান সাহেব জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
এরপর বুধবার রাতে কয়েকজন ব্যক্তি উক্ত মাদক ব্যবসায়ী বকুল এর ছবি দেখে জানায়, তাকে আশুলিয়ার জামগড়া উত্তর পাড়া শরিফুল ইসলাম শরিফ মোল্লার বাড়িতে দেখা গেছে, এর আগে শরিফকে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে এলাকাবাসী জানায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাদক সন্ত্রাসীরা সক্রিয়।
Leave a Reply