স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
জয়পুরহাটে দীর্ঘ দিন রাজনীতি করা রাজনৈতিক ব্যাক্তিত্ত ন্যাপ কমিউনিষ্ট পার্টির নেতা, প্রবিণ সাংবাদিক, আক্কেলপুর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা কালীন সহ সভাপতি এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রয়াত সাংবাদিক বিরেন চন্দ্র দাস -এর ঘনিষ্ঠ সহচর আব্দুল্লাহেল বাকি(বাকি ভাই)অদ্য এ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেউন। “বাকি ভাই”এর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। সৃষ্ট কর্তার কাছে প্রার্থনা ওপারে ভালো থকুক বাকি ভাই। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ৷
 মীর মোঃ আতিকুজ্জামান (মুন)
সভাপতি উপজেলা প্রেস ক্লাব, আক্কেলপুর। জয়পুরহাট। 
নিরেন চন্দ্র দাস
সাধারণ সম্পাদক, উপজেলা প্রেস ক্লাব,আক্কেলপুর। জয়পুরহাট।

Leave a Reply