May 9, 2025, 3:00 am
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরের বাদাই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ১টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ মো. নয়ন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মো.নয়ন শেখ সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের সিন্দুরি বোরোরিয়া গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে। সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটখালী ইউনিয়নের বাদাই ছোট ব্রীজ এলাকা থেকে রবিবার রাতে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ মো.নয়ন শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি