May 9, 2025, 3:07 am
স্টাফ করেসপন্ডেন্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র বৈধতা পেয়েছেন জাতীয় পার্টির (জাপা) ত্রিশাল উপজেলা শাখার সভাপতি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ। তিনি ময়মনসিংহ-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রবিবার (৩নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোস্তাফিজার রহমান যাচাই বাছাই শেষে তার মনোনয়ন পত্রটি বৈধতা ঘোষণা দেন।
গত ২৭ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। ওইদিন সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
পরে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট তার মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন বাছাই শেষে সাংবাদিকদের আব্দুল মজিদ বলেন, জাতীয় পার্টি জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নে রাজপথে থাকে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন পুরণে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্ব আগামীতে প্রতিটি আন্দোলন সংগ্রামে মাঠে থাকবে। তিনি বলেন-নির্বাচনে অনেক কিছুই হতে পারে। রাজনীতিতে শেষ বলে কিছু নেই।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র পৃরত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আশা করি ত্রিশালের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ডে প্রার্থীর রাজনৈতিক কার্যালয়ে এসে সমবেত হয়ে উপস্থিত নেতৃবৃন্দকে লাঙ্গলের বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে
বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, উপজেলা জাতীয় সাবেক সভাপতি আঃ রউফ চেয়ারম্যান, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন কামাল চেয়ারম্যান, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ শরীফ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম মহিদ, জাপা নেতা ফজলুল হক, কাঠাল ইউনিয়ন জাপা নেতা হারুন অর রশিদ,নাজিম উদ্দিন মেস্বার, সেলিম সারোয়ার সরকার আনিসুর রহমান জাহাঙ্গীর, মালেক চান দেওয়ান,মাওলানা তাফাজ্জল হোসেন,উজ্জ্বল মিয়া,আবুল কালাম,দুলাল মিয়া,আল মাসুম রায়হান,মুন্জুরুল হক মিলন মেম্বার প্রমুখ।