ষ্টাফ রিপোর্টার
ময়মনসিংহ-৬(ফুলবাড়িয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান সাংসদ আলহাজ্ব মোসলেম উদ্দিনের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমা বেগম সালমা।তবে বাছাইয়ে এসে বাদ পড়েছেন মেয়ে সালমা। ১% ভোটারের দুজনকে তদন্তে না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।
নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে বাছাইয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি,গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান আকন্দ বাদ পড়লেও টিকে গেলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন লড়তে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
শনিবার (২ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ ৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোস্তাফিজার রহমান এ ঘোষণা দেন।
এসময় ময়মনসিংহ- ৬ আসন থেকে ১% ভোটারের তদন্তে না পাওয়ায় জাতীয় পার্টির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী খন্দকার রফিকুল ইসলাম (কে আর ইসলাম) এর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল ঘোষিত আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সেলিমা বেগম সালমা, আব্দুল মান্নান আকন্দ, জাপার স্বতন্ত্র প্রার্থী খন্দকার রফিকুল ইসলাম মনোনয়ন বৈধ দাবি করে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে সেলিমা বেগম সালমা বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের যে তালিকা জমা দিয়েছি তা সম্পূর্ণ স্বচ্ছ ও সঠিকভাবে নেওয়া। তারপরও তাদের পাওয়া যায়নি বলে মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করব।
স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে সেলিমা বেগম সালমা বলেন,
১৯৮৮ সাল থেকে তিনি রাজনীতিতে সম্পৃক্ত। কয়েক বছর ধরে সরকারের উন্নয়নচিত্র এলাকার নর- নারীদের সামনে তুলে ধরেছেন তিনি। সালমা বলেন-অধিকার আছে বলেই এখন মনোনয়ন চেয়েছিলাম। ‘আমি দলীয় মনোনয়ন পাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়ন পত্র দাখিল করেছি। ষড়যন্ত্র করে বাতিল করা হয়েছে বলে দাবী করে তিনি আরো বলেন- এই আসনের মানুষের পাশে দীর্ঘ দিন ধরে কাজ করছি। মানুষ আমার সঙ্গে আছেন। তিনি বলেন- ফুলবাড়িয়া বাসীর সেবায় নিয়জিত ছিলাম ছাত্র জীবন থেকেই। চেষ্টা করে গেছি আমার সাধ্য মতন।আমি বিপুল ভোটে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হব ইনশা আল্লাহ।’
প্রসঙ্গত, এই আসনে আওয়ামী লীগের হয়ে পাঁচবার সংসদ সদস্য (এমপি) হয়েছেন মোসলেম উদ্দিন আহমেদ (৮৫)। এর মধ্যে ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনবার জয়ী হয়েছেন। এর আগেও তিনি গত ১৯৮৬ ও ১৯৯৬ এর জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন
তবে স্থানীয় সুত্র জানিয়েছে-সেলিমা বেগম সালমা আওয়ামী লীগের একজন জনপ্রিয় নারী নেত্রী।তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় এলাকায় ভোটাররা হতাশ হয়েছিলো।জনপ্রিয়তার কারণে জনগণের দাবীর প্রেক্ষিতে তিনি প্রার্থী হয়েছেন।তবে মনোনয়ন পত্র বাতিল হওয়ায় ফুলবাড়িয়ার ভোটাররা হতাশায় আছেন।

Leave a Reply