May 9, 2025, 3:48 am
মোঃ কাউছার উদ্দীন শরীফ,ঈদগাঁও।
কক্সবাজারের স্থানীয় বহুল প্রচারিত দৈনিক কক্সবাজার সংবাদ প্রত্রিকায় একাধিক সংবাদ প্রকাশের পর পরেই অভিযানে নেমেছে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন নাপিতখালী বিট কতৃপক্ষ।
সোমবার ৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মধ্যম নাপিত খালী নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ও হাজী পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ওমর ফারুকের স্ত্রী খালেদা বেগম প্রকাশ হালেছা নামের অভিযুক্ত এক নারীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃত যুবক ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়াল খালী এলাকার আব্দু শুক্কুরের ছেলে জিয়াবুল রহমান (প্রকাশ জিয়াবু)
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বিট কর্মকর্তা নূর আহমদ।
জানা যায়, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন সরকারের নির্দেশনায় ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদের নের্তৃত্বে বিট কর্মকর্তা নূর আহমদ, রেঞ্জের স্টাফ, ভিলেজার ও সিপিজি সদস্যরা বর্ণিত এলাকার জিয়াবুল ও খালেছার অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত ভবন উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।
সরেজমিনে পরিদর্শনে জানা যায়,বনবিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাপিতখালী বিট এলাকার আমান জিয়াবুল ও খালেছা নামের ব্যক্তিরা বনের গাছ ও পাহাড় কেটে বিশাল আকারে বনজমি দখলে নিয়ে সেখানে পাকা ডুপ্লেক্স ভবন নির্মাণের দুঃসাহস দেখিয়েছে। বনজমিতে ঐ ভবন নির্মাণ করতে গিয়ে তারা সরকারি বনভূমির গাছ ও পাহাড় কেটে যথেষ্ট ক্ষতি ডেকে এনেছে বলে স্থনীয়দের অভিযোগ। শুধু ঐ এলাকায় নয় রেঞ্জের আওতাধীন কয়েকটি এলাকায় তাদের এমন ধ্বংসযঙ্গ চলছে বনজমি দখলে।
বনজমিতে ভবন নির্মাণে অভিযুক্ত খালেছার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজিজ নামের দালালের সাথে কথা বলে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করছিলাম।
গ্রেফতারকৃত যুবককের বিরুদ্ধে বনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং অবৈধ স্থান উচ্ছেদ করে দখলকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নাপিতখালী বিট কর্মকর্তা নুর আহমদ।