মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ২০২৩-২৪ রবি মৌসুমী বোরো ধানের হাইব্রিড ও উফশি জাতের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহয়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার(৪ডিসেম্ব) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশসান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলায় মোট ৮৪০০ জন কৃষকদের কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তা মো. ইমরান হুসাইন শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুময়ুন কবীর, ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমূখ। এসময় উপজেলার ১২টি ইউনিয়নের প্রান্তিক কৃষক কৃষাণী সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল জানান, হাইব্রিড ধান বীজ পাবে ৩৮০০ জন কৃষক যাদের প্রত্যেকেই ২ কেজি করে পাবে। উপসি ধান বীজ ও সার পাবে ৪৬০০ জন কৃষক যাদের প্রত্যেকেই ৫ কেজি করে ধান বীজ ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবে।
সমালয় চাষাবাদের জন্য ৩০০ কেজি বীজ প্রদান করা হয়েছে ৩০ জন কৃষকের মাঝে।
নাগরপুর-টাঙ্গাইল।

Leave a Reply