কুমিল্লা এভার গ্রীন হাসপাতালের প্রথম বর্ষপূর্তী পালন ও শেয়ারদারের মাঝে লভ্যাংশ বিতরণ

মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় অভারব্রীজের পূর্ব মাথা সংলগ্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান কুমিল্লা এভার গ্রীন হাসপাতালের প্রথম বর্ষপূর্তী গত রবিবার প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে জমকালো পরিবেশে কেককেটে পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃসোহরাব হোসেন ভুইয়ার সভাপতিত্বে নির্বাহী পরিচালক মোঃমকবুল হোসেন ভুইয়ার সার্বিক তত্বাবধানে পরিচালক সুব ই সাদেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিঃ ভাইস চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ,ডাঃ সালাহ উদ্দিন আলম, ডিএমডি শাহানুর হোসেন ভুইয়া রানাসহ অন্যান্য পরিচালক ও কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন
চিকিৎসকদের মধ্যে ডাঃ মোঃ গিয়াসউদ্দিন, ডাঃসুচেতা ভট্টাচার্য, ডাঃ মমতাজ বেগম,ডাঃ মোহাম্মদ আনোয়ারুল আলম,ডাঃ মোঃজাহিদুল ইসলাম ভূইয়া জাহিদ, ডাঃ সুমন চন্দ্র দত্ত, ডাঃ নাসরিন মরিয়ম, ডাঃ জসিম উদ্দিন রিপন,ডাঃ রাহাদবিন কাশেম,ডাঃ নাজিমুল ইসলাম সহ অন্যান্যরা।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত পরে কেক কেটে প্রথমবর্ষপূর্তী উৎযাপন করা হয়। পরে শেয়ার দারদের মধ্যে বাৎসরিক লভ্যাংশ তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও সিঃভাইস চেয়ারম্যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *