অনিয়ম দু*র্নীতি করে কোটি কোটি টাকার মালিক বুনে গেছে যারা তাদের তালিকা দরকার

হেলাল শেখঃ বাংলাদেশের ভিতরে ও বাহিরে অনিয়ম দুর্নীতি করে কোটি কোটি টাকা ও শত শত বিঘা জমি করেছে সেই ব্যক্তিদের তালিকা দরকার।

সিন্ডিকেট সক্রিয় আছে, বাজারে খাদ্যপণ্যসহ সকল জিনিসপত্রের দাম বৃদ্ধি হলেও কারো কোনো মাথাব্যথা নেই, ৫০-৬০ টাকা কেজি চিনি ১৪০ টাকা, ৬০-৭০ টাকার তেল প্রতি কেজি ২০০টাকা, মানুষের আয় ইনকামের চেয়ে খরচ বেশি, এ যেন মরার উপর খাঁড়ার গাঁয়ের মতো।

দেশের কিছু মেম্বার চেয়ারম্যান, এমপি মন্ত্রী হওয়া আগে জনগণের সবকিছু দিয়ে দেন, সাংবাদিকদের সামনে হাসি মুখে কথা বলে, মসজিদে নামাজের গুরুত্ব না দিয়ে বক্তব্য দেন অনেক প্রার্থী, হায়রে রাজনীতি। কিছু নেতা অভিনয় করতে করতে এখন অভিনয় করা অভিনেতা অভিনেত্রীরাও রাজনীতির মাঠে, সবাই বলে খেলা হবে। দুঃখ কষ্ট একটু বেশি গরীব অসহায় মানুষের, তাই তারা খেলতে পারে না।

আমাদের দেশের পাগল ও বৃদ্ধ মানুষও ভোটার, টাকার বিনিময়ে ভোট বিক্রি না করে সৎ মানুষকে ভোট দিন, এই সমাজ, এই দেশ আপনার আমার সবার। দেশটাকে বাঁচতে দিন আমরা সবাই বাঁচতে পারবো, অনিয়ম দুর্নীতি বন্ধ করতে পারলে সোনার বাংলা, ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।

দেশের কিছু মেম্বার চেয়ারম্যান, এমপি মন্ত্রীর নির্বাচনের আগে ও পরের সম্পদের হিসাব নিলে “থলের বিড়াল বেড়িয়ে আসবে” লিখতে গেলে রাত শেষ হবে আবার দিন শুরু হবে, বাকিটা ইতিহাস।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *