২৬ কুড়িগ্রাম০২ আসনে ৬ মনোনয়নপত্র বাতিল ও বৈধ ৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ কুড়িগ্রাম০২ আসনে ১১জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ৫জনের বৈধতা ও ৬ জনের বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।আগামী ৭জানুয়ারি রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।আজ ৩ ডিসেম্বর রোবরার দিনব্যাপী কুড়িগ্রাম জেলার ৪টি আসনে বৈধ ও বাতিল প্রার্থী তালিকা ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।ঘোষণায় কুড়িগ্রাম০২ আসনে বৈধ প্রার্থী হলেন,বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাফর আলী,জাতীয় পার্টি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ,ন্যাশনাল পিপলস পার্টি মোঃ আব্দুস সালাম, ওয়ার্কার্স পার্টি মোঃ সোহরাব হোসেন, বাংলাদেশ কংগ্রেস পার্টি মকবুল হোসেন।বাতিলকৃত প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৪ জন এবং অপর দুইজন জাকের পার্টি ও বাংলাদেশ বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)থর প্রার্থী ছিলেন।বাতিলকৃতরা হচ্ছেন, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)এর মোছা: শেফালী বেগম, স্বতন্ত্র প্রার্থী মো. আবু সুফিয়ান, স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা, জাকের পার্টির মো.মশিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. শফিউজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী ডা: হামিদুল হক খন্দকার।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি তফসিল মোতাবেক,রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপীল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন আগামী ১৭ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচন প্রচারণা চালাতে পাবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত।কুড়িগ্রাম০২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫লাখ ৬৬হাজার ১৮২জন ভোটারের মধ্যে ২লাখ ৮০হাজার ২৩১জন পুরুষ ও ২লাখ ৮৫ হাজার ৯৪৮জন নারী এবং ৩জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *