ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, ত্রিশাল পৌরসভার সাবেক ৩বারের জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ এর মনোনয়ন পত্রটি বৈধতা পেয়েছেন।
রবিবার (৩রা ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাই অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান যাচাইবাছাই শেষে তার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করেন।
তিনি বলেন, ময়মনসিংহ-৭ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব রুহুল আমিন মাদানী, জাতীয় পার্টির মনোনীত আব্দুল মজিদসহ মোট এগারোজন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন। তার মাঝে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৫জন।
ময়মনসিংহ-৭ আসনে প্রার্থীতার বৈধতা পেয়ে আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন, গত বৃহস্পতিবার (৩০নভেম্বর) নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও উপজোলা নির্বাহী অফিসার এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছিলাম। আজ ৩রা ডিসেম্বর (রবিবার) সেই মনোনয়ন পত্রটির যাচাই বাছাই শুনানি ছিল। শুনানির পর আমার প্রার্থীতার বৈধতা দেওয়া হয়েছে। তিনি বলেন-এই বৈধতা ত্রিশালের উন্নয়নের বৈধতা। আগামী ১৮তারিখ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক নিয়ে জনগণের বাড়ী-বাড়ী গিয়ে ভোট চাইবো। আশাকরি ত্রিশালের জনগণ আমাকে উন্নয়ন করার সুযোগ দিবেন।
Leave a Reply