স্টাফ রিপোর্টারঃ
বাহিনীকে জনবান্ধব করার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। পুলিশের ঊর্ধ্বতনসহ সংশ্লিষ্টরা বরাবরই বলছেন, ‘পুলিশ জনগণের বন্ধু’। বর্তমান পুলিশ ও অতীতের পুলিশ এক নয়। বর্তমান পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলা করছে, সহযোগিতার দুয়ার খোলে সাধারণ মানুষের পাশেও দাড়াচ্ছেন । কিন্তু পুলিশ কতটুকু জনবান্ধব হতে পেরেছে, তা নির্ভর করবে জনগণ পুলিশ সম্পর্কে কী ভাবছে ও তাদেরকে কতটা সহজভাবে গ্রহণ করছে, তার ওপরে। যেদিন জনগণ নিজে থেকে বলবে, ‘পুলিশ আমাদের বন্ধু’ সেদিনই বলা যাবে— বাংলাদেশ পুলিশ, জনবান্ধব পুলিশ। আর সেই লক্ষ নিয়েই কাজ করছে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞার নেতৃত্বে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশ। থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এর নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি গরীব অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহযোগীতা দেওয়া ছাড়াও আর বিভিন্ন সামাজিক কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সেই ধারাবাহিকতায় ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ী এলাকার অসহায় আব্দুল লতিফের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে আরেক দৃষ্টান্ত স্থাপন করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।
চরকালীবাড়ী এলাকার জোবেদ আলীর ছেলে
হতদরিদ্র মোঃ আব্দুল লতিফ (৫০)। দারিদ্রতার কারণে কষ্টের সীমা ছিলোনা,অনাহারে থাকতে হতো তাকো। পরিবারটির উপার্জনে সহযোগিতা করতে অসহায় হতদরিদ্র মোঃ আব্দুল লতিফ (৫০) পিতা জোবেদ আলি গ্রাম চরকালিবাড়ী থানা কোতোয়ালী জেলা ময়মনসিংহকে তাঁর পরিবারের উপার্জনের জন্য একটি অটোরিক্সা দিলেন পুলিশ সুপার মাছুম আহমদ ভূঞা।
শনিবার সন্ধ্যা রাতে কোতোয়ালী থানার অফিসার সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে কোতোয়ালী থানা পুলিশের সকলের সহায়তায় পুলিশ সুপারের মানবিকতায় একটি পরিবারকে আয়ের উৎস হিসেবে সংসারিক উপার্জনের চলার পথ করে দিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) সর্বাধিক সহযোগিতা করেছেন বলে জানা যায়।
উল্লেখ্য দরিদ্র মোঃ আব্দুল লতিফ এর রিক্সাটি কিছুদিন পূর্বে কে বা কাহারবা নিয়ে যায় এর পর থেকে তিনি অনাহারে দিনাতিপাত করছিলেন এ সংবাদ ওসি শাহ কামাল আকন্দ জানতে পেরে পুলিশ সুপারের মানবিক নির্দেশনায় অসহায় হতদরিদ্র মোঃ আব্দুল লতিফ এর পরিবারের খোঁজ খবর নিয়ে খেয়ে পড়ে বেচেঁ থাকার জন্য থানা পুলিশের সকলের সহায়তায় এ অটোরিক্সা তুলে দেওয়া হয়। বিপদের দিনে বন্ধুর এমন উপহার খুশীতে আব্দুল লতিফ পুলিশের প্রশংসা করেন।
Leave a Reply