গোদাগাড়ীর মহিশালবাড়িতে বালুর ট্রাকের একজন কৃষক নি*হত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ীতে বালুর ট্রাকের ধাক্কায় জসিমউদ্দীন ( ৬৫) নামে এক কৃষক নিহিত হয়েছেন ।
আজ ২ই ডিসেম্বর শনিবার সকাল দশটার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি মোড়ে, বালুর ট্রাক ধান বহনকারী ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয় এ সময় ওই কৃষক নিহত হন।

নিহিত জসীমউদ্দীন ( ৬৫) এর বাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের এর ৭ নাম্বার ওয়ার্ডর
তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত .এলাহী বক্স।

স্থানীয় সূত্রে জানা যায় জমির ধান বিক্রয়ের উদ্দেশ্যে ট্রলিতে করে গোদাগাড়ী ধানের হাটে আসছিলেন, আসার পথে মহিষালবাড়ি মোড়ে মাদক নির্ময় কেন্দ্রের সামনে গোদাগাড়ী ফুলতলা ঘাট থেকে ছেড়ে আসা বালু ভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় এ সময় ট্রলি থেকে পড়ে ট্রাকে চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন এ ঘটনায় রাজ মেট্র ট ১১-০৫৭৪ ট্রাক এবং ট্রাকের ড্রাইভার মোঃ বাবর (৩২) কে গ্রেফতার করা হয়েছে। বাবরের পিতার নাম আকবর আলী বাড়ী রাজশাহীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মহল্লায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

মোঃ হায়দার আলী,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *