নুরুল ইসলাম ( টুকু) সদর উপজেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়ির জেলার সদর উপজেলার পুরাতন জিপ স্টেশন শহীদ কাদের রোড এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১০টি দোকান।প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা যায়।
রবিবার বার (৩ ডিসেম্বর) ভোর ৪টায় সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের মধ্যে ৫-৭ টি কাঠের দোকান, দরজার দোকান রয়েছে, এছাড়া অন্যান্য দোকান রয়েছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা যায়।এত বড় ক্ষতিতে ব্যবসায়ীরা মানসিক ভাবে ভেঙে পড়েছে কারণ অনেক ব্যবসা প্রতিষ্ঠান লোনের টাকা দিয়ে পরিচালনা করেছে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে পুরাতন জিপ স্টেশনের দোকানগুলোতে আগুন লাগে।সে আগুন মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কীভাবে আগুনে সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
Leave a Reply