April 3, 2025, 3:41 am
হেলাল শেখঃ আদম হাওয়া থেকে শুরু করে এখন চলমান ঘটনা-মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কিন্তু অর্থ ও স্বার্থের জন্য সবকিছুই করতে পারেন।
মানুষ সকল কাজের কাজী, কাজ ফুরাইলে সব সম্পর্ক শেষ। মানুষের জন্মের পর লেখা পড়া, চাকরি বা যেকোনো কর্ম করবে এটাই বাস্তবতা। “মানুষ বহুরূপী” মা, বাবা, ভাই বোন ও আত্মীয় স্বজনরাসহ কেউ কারো নয়, স্বার্থের জন্য সবাই পাল্টে যায়, কেউ কারো মনে রাখেনা, সহজ ভাষা কেউই বুঝতে চায়না, পরিস্কার পরিচ্ছন্ন ভাবে কেউ চলতে চাইলেও ধৈর্যসহকারে বুঝতে পারিনা কেউ।
মানুষ মানেই স্বপ্ন, মানুষ মানেই গল্প কবিতা, মানুষ মানেই ইতিহাস, পৃথিবীতে সবাই প্রয়োজনে প্রিয়জন, সবাই বহুরূপী মানুষ। আমরা যে যেখান থেকেই আগমন করেছি, সবাই বিদায়ী যাত্রী, যাত্রাপথে কিছু সময় ব্যস্ততা শেষে থেমে যাবে গাড়ির চাকা, সাড়ে তিন হাত জমি আছে কিনা ভাগ্যে তা কেউ জানিনা। কি সঞ্চয় করেছি, তার কোনো হিসাব দিতে পারেন কেউ, আমরা নিজেরা নিজেকেই চিনতে পারছি না, অভিনয়ে বেশি কিছু চাইনা, বাস্তবে আমাকে কম দাও।
জীবন যৌবন সবকিছু শেষ করে, অবশেষে কি আছে, মানুষের আত্মা সৃষ্টি করে নিতে হয়, আত্মা কারো তৈরি থাকে না, দেহগত আত্মা আর মানসিক আত্মা একরকম নয়, দেহগত আত্মা লোভী মানুষগুলোই সর্বপ্রথম বহুরূপী মানুষ হয়।