পাবনা-২ আসনে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের মনোনয়নপত্র দাখিল

এম এ আলিম রিপনঃ পাবনা-২(সুজানগর উপজেলা-বেড়া আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে । বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের নিকট আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাদারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এ সময় এ্যাডভোকেট শাহজাহান আলী খান, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল পরবর্তীতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবির সাংবাদিকদের জানান, আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় দলীয় মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী ও দলের প্রতি কৃতজ্ঞ। বিগত ৫ বছর সংসদ সদস্য হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়নকরাসহ অসহায় মানুষের কল্যাণে কাজ করেছি। মনোনয়ন নিয়ে আসার পরে পাবনা-২ নির্বাচনী এলাকার জনগণ আমাকে যে ভালবাসা দিয়েছে এতে আমি শতভাগ আশাবাদী বিপুল ভোটের মাধ্যমে জয়লভ করবো ইনশআল্লাহ।

এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *