সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে এসএলসিআরডিসিআর প্রজেক্টের অবহিতকরণ সভা

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুসলিম এইড বাংলাদেশের অর্থায়নে ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এসএলসিআরডিসিআর প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওয়ালিফ মণ্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার খোকন রানা, শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, এসকেএস ফাউন্ডেশনের ডিপুটি ডাইরেক্টর খন্দকার জাহিদ সরোয়ার সোহেল, মুসলিম এইড প্রজেক্ট অফিসার প্রসেনজিৎ রায়, প্রজেক্ট ম্যানেজার রেজাউল করিম প্রমূখ। এর আগে চরাঞ্চলের জনসাধারণের জন্য স্কুল পরিচালিত প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর ঝুঁকি সহনশীলতায় করণীয় নিয়ে আলোচনা করেন রেজাউল করিম। প্রাথমিক পর্যায়ে বেলকা, হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নে মোট ৫টি স্কুলে উক্ত প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *