পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ঝুপড়ি ঘরে আগুন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ ভোগদখলীয় সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মনজুরুল মোড়ল। মনজুরুল উপজেলার হিতামপুর গ্রামের মৃত আলীবক্স মোড়লের ছেলে। তিনি বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলনে বলেন গদাইপুর গ্রামের সত্য রঞ্জন চৌধুরীর ভাই নিত্য রঞ্জন চৌধুরীর নিকট থেকে আমার পিতা ও ভাই নজরুল ইসলামের নামে ৯৪১২/৮৪ নং কোবলা দলিল মূলে গদাইপুর মৌজায় ২২১ খতিয়ানে ৭ শতক ও হিতামপুর মৌজায় ১৩৪ নং খতিয়ানে ৩৭ শতক সহ মোট ৪৪ শতক ক্রয় পূর্বক অদ্যাবধি নালিশী সম্পত্তি কর খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছি। এদিকে নালিশী এ সম্পত্তি একই এলাকার মোক্তার শেখের কুপরামর্শে নিত্য রঞ্জন চৌধুরীর ভাই বিশ্বজিৎ রঞ্জন চৌধুরীর স্ত্রী সরস্বতী চৌধুরী আমাদের রেকর্ডীয় ভোগদখলীয় সম্পত্তি জবরদখল করার চেষ্টা করে আসছে। এছাড়া আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, মিথ্যা সংবাদ সম্মেলন করে অপপ্রচার ও ঝুপড়ি ঘরে আগুন লাগিয়ে আমাদের ফাঁসানোর জন্য নানা ধরনের অপচেষ্টা করে আসছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছি।
মিথ্যা মামলা সহ নানাভাবে হ*য়রানি ও দ*খলীয় সম্পত্তি দ*খল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

Leave a Reply