ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া লঞ্চঘাট এলাকায় ২৮ নভেম্বর সকালে ৯-১০ বছর বয়সী এক শিশুর সন্ধান পাওয়া গেছে।
২৮ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা ঝালকাঠি গামী লঞ্চ ভিরলে যাত্রিরা সবাই নেমে যান।যাত্রিদের স্বজনরা যার যার গন্তব্যে চলে গেলেও আরেক যাত্রীর স্বজন কবির হোসেন দেখতে পান একটি বাচ্চা একা ঘোরাফেরা করছে।তিনি বাচ্চাটির ঠিকানা জানতে চাইলে সে তার নাম,বাবার নাম বললেও ঠিকানা বলতে পারছে না।তবে নানা বাড়ি বাকেরগঞ্জের কোথাও,যা সে সঠিকভাবে বলতে পারছে না।
শিশুটি জানায় সে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চে ভুলে নেমে গেছে আর উঠতে পারে নি।তবে বিভিন্ন প্রশ্নের এক পর্যায়ে সে জানায় তার বাবা জেল খানায় আছেন,মা দ্বিতীয় স্থানে বিয়ে করে চলে গেছেন।দাদির কাছে থাকলেও সেখানেও অভাব থাকায় সে নানাবাড়ি বাকেরগঞ্জের উদ্যেশ্যে এসেছিলো,কিন্তু তাদের ঠিকানা না জানায় এখানেই কোথাও সে থাকতে চায়।
এখনও পর্যন্ত সে নলছিটির দপদপিয়া তিমিরকাঠী এলাকা কবির হোসেন এবং তার স্ত্রী ফাতেমা বেগমের ঘরে আশ্রয়ে আছে।কবির হোসেনের স্ত্রী ফাতেমা বেগম বলেন,এই বাচ্চাটি হারিয়ে গিয়েছিলো,আমরা রাস্তায় খুজে পেয়ে তাকে আপাতত এখানে এনে আশ্রয় দিয়েছি,খাবার খাওচ্ছি,তবে দ্রুতই তার পরিবারের সন্ধান দরকার।
বাচ্চা ছেলেটি তার নাম বলছে মো:সাইদ। আনুমানিক বয়স ৯-১০ বছর। পিতার নাম: শামিম, মাতার নাম পপি।সে ঢাকা থেকে লঞ্চ উঠেছিলো বলে জানিয়েছে। সে এখন বরিশাল দপদপিয়া তিমির কাঠীতে একটি পরিবারের কাছে আছে।
প্রয়োজনে যোগাযোগ করতে মুঠোফোনে 01722716976/ 01725539844 ফোন করার অনুরোধ জানান।

Leave a Reply