রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে,সংসদীয় আসন ২৬৯,নোয়াখালী ২ (সেনবাগ -সোনাইমুড়ী, আংশিক) হইতে ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।মনোনয়ন পত্র দাখিলকৃতরা হচ্ছেন,
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম,স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক (সিআইপি), জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক,উপজেলা আওয়ামীলীগের সাবেক
সাধারণ সম্পাদক আবু জাফর টিপু,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শিহাব উদ্দিন শিহাব,সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর ও আবদুস সাত্তার।অপরদিকে
জাতীয় পার্টি হতে এম তালেবুজ্জামান,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ( ইনু’) র হতে কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত আবুল কালাম আজাদ,কল্যান পার্টির কাজী সারোয়ার আলম।এদের মধ্যে আতাউর রহমান ভুঁইয়া মানিক, শিহাব উদ্দিন শিহাব ও আবুল কালাম আজাদ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কার্যালয়ে এবং বাকীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা জিসান বিন মাজেদের কার্যালয়ে তাদের নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন। উল্লেখ্য,আগামী ৩ ডিসেম্বর রবিবার,বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে।

Leave a Reply