নাগরপুরে সাংবাদিক মান্নানের মাতার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল ও নাগরপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় পরিষদের সদস্য ও সাপ্তাহিক চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার ডা.এম.এ.মান্নান এ-র মাতা মনোয়ারা বেগমের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর)বাদ আসর ধলেশ্বরী হাসপাতাল ও বাদ মাগরিব দোয়াজানি কলেজ পাড়া কলেজ পাড়া জামে মসজিদে পৃথক এ দুটি জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়াও বিএমএসএস এ-র পক্ষ থেকে দেশবাসীর কাছে রোগ মুক্তির জন্য দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

এ সময় উপস্থিত, টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা.তোফাজ্জল হোসেন ,টাঙ্গাইল সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের সেক্রেটারী জেনারেল মো.আনোয়ার হোসাইন, আলীগড় সাংস্কৃতিক সংসদের সাবেক মহাপরিচালক মেহেদী হাসান মোমিন, তারুণ্য ২৪ এ-র স্টাফ রিপোর্টার মো.শামীম হোসাইন প্রমূখ।

দেশবাসীর কাছে দোয়া প্রার্থনায় সাংবাদিক ডা.এম.এ.মান্নান বলেন, আমার মা আগের চেয়ে অনেক ভাল আলহামদুলিল্লাহ। খুব দ্রুত যেন আমার মাতা রোগ থেকে চির মুক্তি পান এজন্য সকলের নিকট দোয়া চাই।

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত ক্রনিক এবসেস, গলায় ইনফেকশন ও ডায়বেটিসসহ নানা রোগে ভুগতেছে। বর্তমানে টাঙ্গাইলের ধলেশ্বরী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *