ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ আলহাজ্ব রুহুল আমিন মাদানী, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের আবদুল মজিদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপিসহ ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সহকারী রিটানিং কর্মকর্তা ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুয়েল আহমেদ কাছে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ আলহাজ্ব রুহুল আমিন মাদানী, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের আবদুল মজিদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপিসহ ১১জন প্রার্থী।
মনোনয়নপত্র জমা শেষে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন-জনগণের দাবীর প্রেক্ষিতে আমি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। আমি সবসময় ত্রিশালবাসীর পাশে থাকি, যেকারনে ত্রিশালের জনগণ আমাকে তিনবার মেয়র নির্বাচিত করেছে। পৌর মেয়র হিসাবে পৌর এলাকার যে উন্নয়ন কর্মকাণ্ড করেছি তা সবাই জানে, পক্ষান্তরে বিগত দিনে ত্রিশালের ১২টি ইউনিয়নে কোন উন্নয়নের ছোয়া লাগেনি বিধায় বর্তমান সাংসদকে উপজেলার মানুষ মেনে নিতে পারছেনা,ফলে আসনটি আওয়ামী লীগের হাত ছাড়া হতে পারে। ত্রিশালের এই আসনটি আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। জনগণ আমাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি শতভাগ আশাবাদী, জনগণের ভোটে আমি জয়লাভ করব।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ জানান, তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কে কোন দল থেকে বা স্বতন্ত্র পদে নির্বাচন করল না করলো তা নিয়ে তিনি ভাবেন না। দীর্ঘ ১৫ বছর এমপি থাকাবস্থায় বাকেরগঞ্জ উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সকলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টির প্রার্থীকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।
অপরদিকে বৃহস্পতিবার একই দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোস্তাফিজার রহমান এর কাছে ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহিত উর রহমান সহ ১২জন।

Leave a Reply