কুমিল্লা থেকে, মোঃ তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাস স্টেন্ড সংলগ্ন
আনন্দ মুখর পরিবেশে রুচিসম্মত খাবারের আঙ্গিকে আল সৌদিয়া রেস্তোরাঁর নতুনত্ব খাবার পরিবেশনের অঙ্গিকারে শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় চেয়ারম্যান ভিপি জাকির হোসেন প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, বনিক সমিতির সভাপতি বাবু চন্দন বনিক,সমাজ সেবক সেলিম মেম্বার, খোরশেদ আলম,সংবাদ কর্মী আবু ইউনুস মিয়া,ভোরের ক্গজের প্রতিনিধি রায় চৌধুরী, ব্যাবসায়ী মামুন মিয়া, এসময় বক্তব্য রাখেন
আল সৌদিয়া রেস্তোরাঁর স্বাধিকার মোঃ ফরিদ উদ্দিন ও তার ছেলে মোঃ জালাল উদ্দীন, ফারুকুল ইসলাম ।
উপস্থিত ছিলেন স্বত্বাধিকার
মোঃজালাল উদ্দীনের ভাই মোঃ আক্তার হোসেন,আশিকুর রহমান, মোঃহেলাল উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
ফিতা কাটার পূর্বে পবিত্র কুরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া শেষে উপস্থিত মেহমান দের মাঝে তাবারক বিতরন হয়।
অনুষ্ঠানে স্বত্বাধিকার জালাল উদ্দীন বলেন কোম্পানিগঞ্জে হোটেল ব্যাবসায় আরো একধাপ এগিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁ নিয়ে এলো কাস্টমার দের জন্য বিভিন্ন নিত্যু নতুন রেসিপির খানা,পরিস্কার পরিচ্ছন্ন ও মানসম্মত রুচিশীল খানা।বাসি নয় তাজাই আমাদের দৈনন্দিন রান্না এই আঙ্গিকে চলবে হোটেল সেবা।

Leave a Reply