রিপন ওঝা,মহালছড়ি
জেলার মহালছড়ি ৩০নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১.০০ঘটিকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে।
সারাদেশের ন্যায় মহালছড়ি উপজেলা কৃষি বিভাগ চলতি ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি মৌসুমে পর্যায়ক্রমে ৪টি ইউনিয়নে হাইব্রীড ১২০০জন ও উফশী ৮০০) মোট ২০০০জন প্রান্তিক কৃষকের মাঝে ২কেজি করে ধানবীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরন কালে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, বর্তমান সরকার কৃষিখাতে ব্যাপক ভর্তুকি দিয়ে কৃষকের পাশে রয়েছে, কৃষি অফিসের মাধ্যমে প্রতিবছর শাকসবজি, বিভিন্ন জাতের ধানের বীজ, সার বিনামূল্যে বিতরণ করছে। তাই কৃষি অফিস হতে কৃষি সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা সেবাগ্রহণ করার আহ্বান জানান।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাব সভাপতি দীপক সেন, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, স্থানীয় সংবাদকর্মী উত্তম চাকমা, উপজেলা কৃষি অফিসের ব্লক সুপারভাইজারগণ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply