বরিশাল-২ আসনে আওয়ামী লীগ,ওয়ার্কার্স পার্টি,জাতীয় পার্টিসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর – বানারীপাড়া ) আসনে আওয়ামী লীগ , ওয়ার্কার্স পার্টি , জাতীয় পার্টি ,কৃষক শ্রমিক জনতা লীগ , জাকের পার্টির প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমূখর পবিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা সহকারি রির্টানিং অফিসারের দায়িত্বে থাকা উজিরপুর ও বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,ওয়ার্কার্সপার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি,স্বতন্ত্র প্রার্থী শেরেবাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, জাতীয়পার্টি থেকে দুইজন প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও কুমার বাড়ৈ, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস , জাকের পার্টির প্রার্থী মোঃ স্বপন মৃধা (মাহামুদ), ওয়ার্কার্স পার্টির নেতা জহিরুল ইসলাম টুটুল, তৃণমুল বিএনপির প্রার্থী শাহজাহান সিরাজ, জেপির প্রার্থী ব্যারিষ্টার আলবার্ট বাড়ৈ ও এনপিপির প্রার্থী সাহেব আলী হাওলাদার ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *