আল-আমিন।
পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালী-টু-কুয়াকাটা মহাসড়কে তিনটি গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থ্যন কারীরা। বৃহস্পতিবার (৩০/১১/২৩ ইং) তারিখ সকাল আনুমানিক ০৬:৪০ মিনিটের সময় মহাসড়ক হেতালিয়াবাদ ঘাট সংলগ্ন উকিলবাড়ী মসজিদের সামনে ভাংচুরের ঘটনা ঘটে।
স্থনীয় সুত্রে, চার থেকে পাঁচটি মোটরসাইকেলে দুষ্কৃতিকারীরা এসে বাসে ভাংচুর চালায়। জানাগেছে, পটুয়াখালী বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল যাত্রীবাহী পরিবহন শিহাব মবিন গাড়ি নং ঢাকা মেট্রো ব-১৪-৮০৬০। পরিবহনটি বাঁধঘাট এলাকায় পৌছালে গাড়ির সামনের ও পাশের গ্লাস ভাঙচুরসহ মোট তিনটি গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা।
পরবর্তীতে পুলিশ দেখে তাৎক্ষনিক মোটরসাইকেল যোগে আশপাশের রাস্তায় ঢুকে পালিয়ে যায় হামলাকারীরা। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply