পূবাইলে অবাধে চলছে কৃষি জলাশয় ভরাট

রবিউল আলম পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় আইনের তোয়াক্কা না করে রাতের আঁধারে ৪২ নং ওয়ার্ডের এশিয়ান হাইওয়ে রোডের পূর্বপাশে নারায়ণকুল তালটিয়া সংলগ্ন সাইফুল ইসলামের জমি সহ বিভিন্ন স্থানে নিচু জমিতে চলছে কৃষি জলাশয় ভরাটের কার্যক্রম। জেলা প্রশাসক ও ভূমি কর্মকর্তাগণ একাধিকবার কৃষি জলাশয় ভরাট বন্ধে পদক্ষেপ নিলেও কিছুতেই থামছে না এই নিচু জলাশয় ভরাট কাজ। অত্যান্ত দাপটের সাথে এলাকার কিছু দালাল সঙ্গে নিয়ে চালিয়ে যাচ্ছে এ অবৈধ ভাবে বালি ভরাট কাজ। কৃষি জলাশয় ও বোর জমির উপর অর্পিত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন সরকারি রাস্তার মাটি মিশ্রিত বালি দিয়ে ভরাট করা হচ্ছে দিনমজুর কৃষকের ধানের ফসলি জমি।ফলে দীর্ঘদিনের ফসলি জমি ও ২০০০ পরিবারের জন্য পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত কালভার্টে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে জানান স্হানীয় বাসিন্দারা। সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিদিন অবৈধ লরি ও ড্রাম ট্রাকের সাহায্যে মাটি মিশ্রিত বালি সংগ্রহ করে প্রথমে এশিয়ান হাইওয়ে রোডের উত্তর পাশে রাখে পরে গভীর রাতে সেগুলো আবার ঐ গাড়ীযোগে রোডের দক্ষিণ পশ্চিম পাশে নিয়ে গিয়ে কৃষি জলাশয় ভরাট করছে।এ অবৈধ বালি ভরাট কাজে,স্হানীয় দালাল ছাড়াও জমির মালিক সাইফুল ইসলাম আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে বাউণ্ডারী পিলার নির্মাণ সহ রাতের আঁধারে বালি ভরাট কাজ অব্যাহত রেখেছেন।তার নামে রয়েছে বনানীতে এম এস রেন্ট এ কার। এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে রোডের কালভার্ট টি বালি ভরাটের জন্য বন্ধ হলে ২ থেকে ৩ হাজার পরিবার পানি নিষ্কাশনের সুবিধা হতে বঞ্চিত হবে। এবিষয়ে স্হানীয় ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ বলেন আমি এ বিষয়ে অবগত আছি এবং কৃষি জলাশয় ভরাটের কাজে বাধা ও দিয়েছি,তবে সাধারণ মানুষের কাছে মেডিকেল ও বাড়ি নির্মাণের কথা বলে বালি ভরাট কাজ চালিয়ে যাচ্ছে কুচক্রী একটি মহল।পূবাইল ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আরিফ উল্ল্যাহ বলেন,আমি জানামাত্র সেখানে লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি কিন্তু তারা রাতের আঁধারে আবারও বালি ভরাট করছে। লিখিত অভিযোগ পেলে আমরা কঠিনভাবে ব্যবস্থা নিব।গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কৃষি জলাশয়ের জমিতে বালি ভরাটের কোন রূপ অনুমতি দেয়া হয়নি,আমি এসিল্যাণ্ডকে ব্যবস্থা নিতে বলে দিয়েছি। এ বিষয়ে জমির মালিক সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি মহানগর যুবলীগ নেতার সহযোগীতা নিয়ে সাংবাদিকদের সাথে মধ্যস্থতার চেষ্টা করবেন বলে জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *