নৌকার মাঝি কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোনয়নপত্র জমা দেন

রিপন ওঝা, খাগড়াছড়ি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ২৯৮নং খাগড়াছড়ি আসনে নৌকার মাঝি জননেতা কুজেন্দ্রলাল ত্রিপুরা দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বরাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও খাগড়াছড়ির আসন হতে বুধবার পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন ৫জন প্রার্থী।

উক্ত সময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সাংসদ,পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, সহসভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, সহসভাপতি মংক্যাচিং চৌধুরী, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক নীলোৎপল খীসা, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ,মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও প্রতি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ,উপজেলা পর্যায়ের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপস্থিত দলীয় নেতাকর্মীগণ সমবেতভাবে দলীয় কার্যালয় হতে র‍্যালী সহকারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও উন্নয়নের সরকার বারবার দরকার, স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার বারবার দরকার ইত্যাদি স্লোগানে মুখরিত জেলা রাজপথ, স্লোগানের মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করে।

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, জাকের পার্টির মোঃ হোসেন এবং ন্যাশনাল পিপলস পার্টির মোঃ মোস্তফা।

খাগড়াছড়ির জেলা প্রশাসক দায়িত্বরত রিটার্নিং অফিসার মোঃ সহিদুজ্জামান বলেন ৩০নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪.০০ঘটিকা পর্যন্ত মনোনয়ন ফরম গ্রহণ ও জমা দেয়ার সময় রয়েছে। আজ পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন এবং একজন প্রার্থী জমা দিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *