মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
ডিমলা থানাধীন ০৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের অন্তর্গত উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামের মোঃ আব্দুল আজিজ (৭০) পিতা-মৃত পহাদ্দি তার বসতবাড়ির পশ্চিম উত্তর পার্শ্বে জমিতে ভূট্টার বীজ লাগানোর সময় তার বড় ছেলে মোঃ নুর ইসলামের সাথে জমি-জমার বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে বড় ছেলে মোঃ নুর ইসলাম তার হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দিলে আব্দুল আজিজ গুরুতর আঘাত প্রাপ্ত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যুবরণ করেন। ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে হত্যা কাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রধান আসামি নিহতের ছেলে মোঃ নুর ইসলামকে জলঢাকা থানা এলাকা হতে জলঢাকা থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেন।
কোদাল কো*পে বাবাকে খু*ন ১২ ঘন্টায় ছেলে গ্রে*প্তার

Leave a Reply