সুন্দরগঞ্জ বি*রোধপূর্ণ জমির বাঁশ কাটার অ*ভিযোগ

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জোর করে বিরোধপূর্ণ জমির বাঁশ কাটার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পরাণ গ্রামের মৃত হাছিম উদ্দিনের ছেলে কেতাব উদ্দিনের সাথে প্রতিবেশী মৃত মনছুর আলীর ছেলে আশরাফ আলী, আলমগীর হোসেন ও মৃত বছির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক মিয়ার জমি-জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায় কেতাব উদ্দিনের ক্রয় সূত্রে প্রাপ্ত জমির কিছু অংশ জোর করে দখল করে নেয় তারা। পরে কেতাব উদ্দিনের দখলে থাকা বাকি অংশের বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে যায় আশরাফ আলীগং। এছাড়া কেতাব উদ্দিনের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি ৪০ ও ৬২ সালের রেকর্ড থাকলেও ধূত আশরাফ আলীগং বিআরএস রেকর্ড নিজ নামে অন্তর্ভুক্ত করে নেয়। সেই সাথে অন্য শরীক নিঃসন্তান মনাই হাজীর মৃত্যু কালে বছির ও হাকীমগং কমিশনের মাধ্যমে গোঁজামিল দিয়ে তার জমি দলিল করে নেয়। যা ছিল অগণিত ভুলে ভরা। যার কারণে পরে ভুল সংশোধনের জন্য মামলা করলে সঠিক তথ্যাদি না থাকায় বেগতিক দেখে তা তাড়াহুড়া করে তুলে নেয় কিসমত। কেতাব ও তার ভাইবোনেরা পিতার সম্পত্তির উদ্ধারের জন্য প্রায় ৩০ বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এব্যাপারে ভুক্তভোগী কেতাব ও তার আত্মীয়স্বজন উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *