মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯- গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েই নতুন উদ্যোমে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী।
মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে নিজ নির্বাচনী এলাকায় পা রাখতেই মোটরসাইকেল শোভাযাত্রাসহ তাঁকে স্বাগত জানান দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষজন। সেই সাথে নৌকার মনোনয়ন পাওয়ায় মিসেস আফরুজা বারীকে সুন্দরগঞ্জবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
পরে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মিসেস আফরুজা বারী বঙ্গবন্ধু মুরাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রয়াত এমপি শহীদ মঞ্জুরুল ইসলাম লিটন ও গোলাম মোস্তফার সমাধীতে পূষ্পমাল্য অর্পণসহ তাদের কবর জিয়ারত করেন।
এসময় উপজেলার সাধারণ মানুষজনসহ আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply