মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক সবজি বাগান করা ও বোরো ধানের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষানীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পারিবারিক সবজি বাগানসহ বোরোধানের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খোরশেদ আলম, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তার ধারে, পুকুর পাড়ে, বাড়ির উঠানে, বাড়ির আঙ্গিনায়, বাড়ির প্রবেশ পথে, বাড়ির ছাদে, বেলকুনিতে বস্তায় টপে মরিচ, বেগুন, টমেটো ও আদা চাষ এবং স্বল্পকালীন বোরোধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের সাথে মতবিনিময় করেন অতিথিগণ। পরে কৃষক-কৃষাণীদের মাঝে বস্তাবন্দি বিভিন্ন শীতকালীন সবজির চারা বিতরণ করা হয়। এছাড়া অতিথিবৃন্দু উপজেলার বিভিন্ন এলাকা ঘুরেফিরে বস্তায় ও টপে চাষ করা বিভিন্ন সবজি বাগান পরিদর্শন করেন।
সুন্দরগঞ্জে পারিবারিক সবজি বাগান করার লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভা

Leave a Reply