আরিফ রববানী ময়মনসিংহ।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট- ধোবাউরা ) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান  মাহমুদুল হক সায়েম। আসনটিতে দলীয়  প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়ে নির্বাচনে মাঠ কাঁপাবেন বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেং। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম এর ফেইসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদুল হক সায়েম নিজেই। 
ইতিমধ্যে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সায়েম। মঙ্গলবার (২৮নভেম্বর) দুপুরে তিনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে মাহমুদুল হক সায়েম উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম লিখিতভাবে পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে মাহমুদুল  হক সায়েম  বলেন, ‘আমি দলীয় মনোনয়ন পাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আমি এই আসনের হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান । হালুয়াঘাটের  অনেক উন্নয়ন আমার সময়ে হয়েছে। হালুয়াঘাটের  মানুষ আমার সঙ্গে আছেন। তিনি বলেন- হালুয়াঘাটবাসীর সেবায় নিয়জিত ছিলাম দীর্ঘ সাড়ে চার বছর। চেষ্টা করে গেছি আমার সাধ্য মতন।
প্রায় ২৬ কোটি টাকার কাজ সম্পন করেছি এই সময়ে।
আমি বিপুল ভোটে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হব ইনশা আল্লাহ।’ 
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, ‘আওয়ামী লীগের লক্ষ্য নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলা, ভোট উৎসবমুখর করা। আমরা মনে করি স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানো উচিত। দল যাঁকে মনোনয়ন দিয়েছে, যিনি উন্নয়নের জন্য কাজ করবে তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। মাহমুদুল হক সায়েম একজন সৎ উন্নয়ন বান্ধব ব্যক্তি। তাকে জিতাতে যা যা করার আমরা করব।’

Leave a Reply