ময়মনসিংহে ১১টি আসনে প্রার্থী ঘোষনা করেছে জাতীয় পার্টি

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ-৪ আসনটি খালী রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

এর মধ্যে ময়মনসিংহ ১- কাজল চন্দ্র মোহন্ত
ময়মনসিংহ-২-এনায়েত হোসেন, ময়মনসিংহ-৩ – ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ,ময়মনসিংহ -৫ সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৬- মাহফিজুর রহমান বাবুল,ময়মনসিংহ-৭ আব্দুল মজিদ,
ময়মনসিংহ-৮- ফখরুল ইমাম,ময়মনসিংহ-৯ – হাসমত মাহমুদ তারিক,ময়মনসিংহ-১০- নাজমুল হক
ময়মনসিংহ-১১- হাফিজ উদ্দিন। এছাড়া ময়মনসিংহ -৪ (সদর) আসনে প্রার্থী দিতে পারেনি দলটি।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল পর্যন্ত বাড়ানো হয়।

প্রসঙ্গত, আগামী বছর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *