দোয়ারাবাজারে বিএসপি’র মনোনীত প্রার্থী আবু সালেহ’র গণসংযোগ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধার সন্তান আবু সালেহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজারে একতারা প্রতীকের প্রচারণায় গণসংযোগ করেন।

এসময় সালেহ আহমদ বলেন, সুফীবাদী ধারার দলগুলো সার্বিকভাবে মদীনার সনদের দর্শনের বিষয়টি তুলে ধরতে পারছে না। সম্প্রীতির দর্শনের যে কথা মদীনার সনদে বলা হয়েছে, তাও তারা সামনে আনতে পারেননি। বাংলাদেশ সুপ্রিম পার্টি মদীনা সনদ বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি এই দল মহান মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে। আমি দলটির কেন্দ্রীয় কমিটিতে সম্পৃক্ত রয়েছি।

তিনি আরও বলেন, আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি আমাকে ছাতক-দোয়ারাবাজার আসনে একতারা প্রতীকে মনোনীত করেছে। আমি এ আসনের সর্বস্তরের জনগণের ভোট, সমর্থন এবং দোয়া চাই। গণসংযোগকালে দলীয় নেতাকর্মী, ভোটার ও সমর্থকরা তাঁর সঙ্গে ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *