দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুর জেলার ছয়টি আসনে জাতীয় পাটির ৭ জন প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।
২৭ নভেম্বর সোমাবার বনানীর চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে প্রাথীদরে নাম ঘোষণা করনে মহাসচিব মুজিবুল হক চুন্নু।
দিনাজপুরের ৬টি আসন থেকে মোট ৯ জন মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ক্রয় করে জমা দেন। চুলচেরা বিশ্লেষণ করে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাপার মহাসচবি মুজিবুল হক চুন্নু বিকেলে দলীয় মনোনয়ন ঘোষনা করেন।
দিনাজপুরের ছয়টি আসনের প্রার্থীরা হলেন- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ জুলফিকার হোসেন ও মাহাবুবুর রহমান, দিনাজপুর- ৩ (সদর) আসনে জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহম্মেদ শফি রুবেল, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে মোনাজাত চৌধুরী মিলন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে নতুন মুখ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম (৪) ও দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে নতুন মুখ মোঃ ফিরোজ সুলতান আলম।

Leave a Reply