জন্মদিনে সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন সুজানগরের ইউএনও তরিকুল ইসলাম

এম এ আলিম রিপনঃ পাবনা জেলার সুজানগর উপজেলার প্রায় সব মহলের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন জন নন্দিত দক্ষ ও কর্মঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.তরিকুল ইসলাম। আবারও তার প্রমাণ মিললো তাঁর জন্মদিনে। সর্বস্তরের মানুষের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত কুমার কুন্ডুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ । এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। জানাযায়, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এ উপজেলার শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর নিরলস পরিশ্রম ও মানবসেবার জন্য তিনি ইতিমধ্যে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন। এদিকে জন্মদিনে শুভেচ্ছা জানানোয় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.তরিকুল ইসলাম সরকারি নির্দেশনা অনুযায়ী তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে সুজানগরবাসীর কল্যাণে যেন কাজ করে যেতে পারেন এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *