মোঃ জাকির হোসেন, কেশবপুর ঃ
যশোর -৬ (কেশবপুর) আসনে দ্বিতীয় বারের মতো নৌকার মাঝি হলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার এমপি।
২৬নভেম্বর বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। যশোর- ৬ আসনে নৌকার প্রার্থী হিসেবে শাহীন চাকলাদার এর ঘোষণা করার সাথে সাথে তাঁর নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।
২০০৪ সাল থেকে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২১ জানুয়ারি ২০২০ সালে সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুর পর যশোর-৬ শূন্য আসনটির ১৪ জুলাই ২০২০ তারিখের উপনির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

Leave a Reply