আল আমিন শোভন,
স্টাফ রিপোটার, টাঙ্গাইল।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ভেটেরিনারী রিপ্রেজেন্টটিভ এশোসিয়েশন(ভেরিয়া) কর্মরত ৫০জন সদস্যদের সম্মতিক্রমে এগ্রোসল বাংলাদেশ কোম্পানীর টাঙ্গাইল এরিয়া ম্যানেজার উত্তম কুমার আর্য্য কে সভাপতি,এসকেএল টাঙ্গাইল এরিয়া ম্যানেজার মোঃ মনসুর আহমেদ কে সাধারণ সম্পাদক করে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।(২৫নভেম্বর) শনিবার রাত ৮টায় পৌর এলাকায় অবস্থিত ডাঃ নির্মল কৈরীর অফিস রুমে এ কমিটি গঠন করা হয়।প্রথমে কোরআন থেকে তেলয়াত করেন ইন্টার এগ্রো ঘাটাইল দায়িত্বে মোঃ লুৎফর রহমান। কমিটি গঠনে নির্বাচকের দায়িত্ব ছিলেন তেজারত এগ্রোভেটে ঘাটাইল প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন।অন্যান্য সহ সভাপতি আল মদিনার মোঃ মিজানুর রহমান,যুগ্মসাধারণ এডোভা এগ্রাভেটে এরিয়া ম্যানেজার মাইনুল ইসলাম মুন্না, জেন্টি ফার্মাসিউটিকেল প্রতিনিধি মোঃ নাসিম হাসান সহ ৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
আল আমিন শোভন
ভূঞাপুর( টাঙ্গাইল)
Leave a Reply