December 22, 2024, 9:21 pm
সুমন খান:
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রাম থেকে বরিশাল ডিবি পুলিশের একটি টিম ১৬৫ পিচ ইয়াবাসহ সামসুল হক মোল্লা(৩০) ও রমজান হাওলাদার(২৬) নামের দুই মাদক ব্যাবসায়িকে আটক করে।
আটককৃত আসামি মৃত আতাহার মোল্লার পুত্র সামসুল হক পাশ্ববর্তী উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের আশোয়ার গ্রামের এবং মৃত মোজাম্মেলের পুত্র রমজান হাওলাদারের বাড়ি চাখার ইউনিয়নের বলহার গ্রামে।
থানা সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের আলমগীর সিকদারের দোকান সংলগ্ন থেকে এদের কে ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করে বানারীপাড়া থানায় হস্তান্তর করেন।পরে এদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আজ ২৫ নভেম্বর শনিবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।